Cyber Attack: বিশ্ব জুড়ে বাড়ছে সাইবার হামলার প্রবণতা, আক্রান্ত সংস্থার নিরিখে এগিয়ে ভারত

২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) বিশ্ব জুড়ে সাইবার হামলার প্রবণতায় ৮ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সৌজন্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড
Published on

গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও বাড়ছে সাইবার হামলার ঝুঁকি। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতের যে কোনো একটি সংস্থা প্রতি সপ্তাহে গড়ে ২১৪৬টি সাইবার হামলার সম্মুখীন হয়। যেখানে বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা সংস্থাগুলিতে এক সপ্তাহে গড়ে ১২৩৯টি সাইবার হামলা হয়।

রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) বিশ্ব জুড়ে সাইবার হামলার প্রবণতায় ৮ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে এবং সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে শিক্ষা ও গবেষণামূলক সংস্থাগুলি।

সোমবার চেক পয়েন্ট নামের একটি সাইবার বিশেষজ্ঞ সংস্থার প্রকাশিত রিপোর্ট ‘থ্রেট ইন্টেলিজেন্স রিপোর্ট ২০২৩’-এ বলা হয়েছে, ভারতে স্বাস্থ্য (৪৮৩৯) বিষয়ক সংস্থাগুলি সবচেয়ে বেশি সাইবার হানার সম্মুখীন হয়েছে। এই তালিকায় তারপরেই রয়েছে শিক্ষা ও গবেষণা সংস্থা (৩৫৩২), সরকারি ও সেনাবাহিনী সংস্থা (৩০১৭) এবং বিমা ও আইন সংক্রান্ত সংস্থাগুলি (২৫২৩)।

অন্যদিকে, বিশ্বে সবচেয়ে বেশি সাইবার হামলায় আক্রান্ত হয়েছে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত সংস্থাগুলি। পাশাপাশি, গোটা বিশ্বের মধ্যে আফ্রিকা ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের সংস্থাগুলিই প্রতি সপ্তাহের নিরিখে বছরে সবচেয়ে বেশি সাইবার হামলার শিকার হয় বলে জানিয়েছে ওই রিপোর্ট।

সোমবার প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, “বিশ্বের সাইবার দুনিয়ায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে সংঘর্ষের প্রভাব গত কয়েকমাসে অনেকটাই কমেছে। পাশাপাশি, সাইবার হামলার সম্ভাবনাও স্বাভাবিক হয়েছে।

ইদানিং নতুন করে আবার সাইবার হামলার প্রবণতা বাড়ছে। ওই সংঘাতের প্রভাব সাইবার জগতের অপরাধ প্রবণতাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। পাল্টেছে সাইবার হামলার প্রকৃতিও। এই নতুন প্রকৃতির সাইবার হামলা থেকে রক্ষা পেতে হলে উচ্চতর সতর্কতা ও অত্যাধুনিক শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন।”

এছাড়াও, সাইবার অপরাধীরা ChatGPT4-এর মতো জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI প্ল্যাটফর্মের সীমানা প্রসারিত করে এই AI বিপ্লবকে নিজেদের উদ্দেশ্য সাধনের কাজে ব্যবহার করছে বলেও সতর্ক করা হয়েছে ওই রিপোর্টে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in