ব্যবহারকারীদের জন্য চালু করার মাত্র এক সপ্তাহের মধ্যে ১০ কোটি মানুষ যুক্ত হলেন মেটার নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থ্রেডস। এই প্ল্যাটফর্মকে ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। পরিসংখ্যান অনুসারে, থ্রেডস চালু হবার পর গত এক সপ্তাহে ট্যুইটার ব্যবহার অনেকটাই কমেছে।
গত সপ্তাহেই এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ১০০টি দেশে নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থ্রেডস চালু করে মেটা। এই মুহূর্তে এটিই অ্যাপ স্টোরে ফ্রী অ্যাপ-এর শীর্ষে আছে।
চালু হবার প্রথম ২ ঘণ্টার মধ্যেই ২০ লক্ষ ব্যবহারকারী থ্রেডস-এ যুক্ত হন। মাত্র ৭ ঘণ্টায় এই সংখ্যা দাঁড়ায় ১ কোটি এবং মাত্র ১২ ঘণ্টায় এই সংখ্যা পৌঁছে যায় ৩ কোটিতে।
দ্য ভারজ-এর প্রতিবেদন অনুসারে ওপেন এ-আই-এর চ্যাটজিপিটি-র এই জায়গায় পৌঁছাতে সময় লেগেছিল ২ মাস।
ক্লাউডফেয়ারের সিইও ম্যাথু প্রিন্স রবিবার এক ট্যুইট করে ট্যুইটারের ক্রমোবনতির গ্রাফ দেখিয়েছেন। যেখানে দেখা গেছে ডোমেন নেম সিস্টেম (DNS) র্যাঙ্কিং-এ গত জানুয়ারি মাস থেকে ক্রমশ নিচে নেমেছে ট্যুইটার।
গত সপ্তাহেই মার্ক জুকেরবারগ জানিয়েছিলেন, নতুন যে অ্যাপ বাজারে আসতে চলেছে তা আমাদের প্রত্যাশার চেয়েও বেশি পূরণ করবে।
এছাড়াও, ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি স্পষ্ট করে জানিয়েছেন, মেটা ট্যুইটারকে সরিয়ে দিতে চায় না। তবে ইনস্টাগ্রামে এমন ব্যবহারকারীদের জন্য একটি পাবলিক প্ল্যাটফর্ম তৈরি করতে চায়, যারা কখনই ট্যুইটারকে গ্রহণ করেনি এবং ইলন মাস্ক পরিচালিত প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের জন্য যা ট্যুইটারের মত নয়, বরং ভাব বিনিময়ের জন্য অনেক খোলামেলা।
বিঃদ্রঃ - পিপলস রিপোর্টার এখন থ্রেডস-এও। সরাসরি পিপলস রিপোর্টারকে থ্রেডস-এর লিঙ্কে ক্লিক করে ফলো করুন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন