TISS: ফান্ড না থাকায় বিনা নোটিশে শতাধিক কর্মী ছাঁটাই, পরে সিদ্ধান্ত প্রত্যাহার টাটার

People's Reporter: শুক্রবার অর্থাৎ ২৮ জুন শতাধিক কর্মী ছাঁটাই-র খবর পেয়েই নড়েচড়ে বসে টাটা এডুকেশন ট্রাস্ট (TET) । দ্রুত TISS-র জন্য তহবিল প্রস্তত করে টেট।
TISS: ফান্ড না থাকায় বিনা নোটিশে শতাধিক কর্মী ছাঁটাই, পরে সিদ্ধান্ত প্রত্যাহার টাটার
Published on

ফান্ড না থাকার কারণ দেখিয়ে বিনা নোটিশে আচমকা ১১৫ জন শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ছাঁটাই করেছিল টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস (TISS)। ফের তাঁদের কাজে যোগদানের অনুরোধ জানালো TISS। নতুন নোটিশ দিয়ে ছাঁটাইয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করলো TISS।

শুক্রবার অর্থাৎ ২৮ জুন শতাধিক কর্মী ছাঁটাই-র খবর পেয়েই নড়েচড়ে বসে টাটা এডুকেশন ট্রাস্ট (TET) । দ্রুত TISS-র জন্য তহবিল প্রস্তত করে টেট। রবিবার ফের ছাঁটাই হওয়া কর্মীদের কাজে ফেরানোর নোটিশ জারি করে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স কর্তৃপক্ষ।

TISS কর্তৃপক্ষ সূত্রে খবর, টাটা এডুকেশন ট্রাস্টের (TET) পক্ষে থেকে আর্থিক সাহায্যের আশ্বাসের পরই সমস্যার সমাধান হয়। ফলে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা যে যে কাজের সাথে যুক্ত ছিলেন তাঁরা সেই সমস্ত কাজ নিশ্চিন্তে করতে পারেন। বেতন নিয়েও তাঁদের সমস্যা হবে না। এছাড়া যেভাবে ইউজিসির নির্দেশিকা মেনে নিয়োগ করা হয় সেই একইভাবে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

কর্তৃপক্ষ আরও জানায়, বিগত ৬ মাস ধরে তহবিলের জন্য টাটা এডুকেশন ট্রাস্টের সাথে যোগাযোগ করা হয়। তারা আশ্বাসও দিয়েছিল। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও কোনও আর্থিক সাহায্য আসেনি। ফলে বাধ্য হয়েই শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ছাঁটাই করা হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার বিনা নোটিশে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স থেকে ৫৫ জন শিক্ষক এবং ৬০ জন অশিক্ষক কর্মীকে ছাঁটাই করা হয়। সকলকে চিঠি দিয়ে জানানো হয় টাটা এডুকেশন ট্রাস্ট বেতন না দেওয়ার কারণে এই ছাঁটাই। তারপরই শোরগোল পড়ে যায়। অবশেষে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে টিআইএসএস।

TISS: ফান্ড না থাকায় বিনা নোটিশে শতাধিক কর্মী ছাঁটাই, পরে সিদ্ধান্ত প্রত্যাহার টাটার
Bharatiya Nyaya Sanhita: চালু আইনব্যবস্থাকে ‘বুলডোজিং’ - নতুন আইন নিয়ে কেন্দ্রের সমালোচনায় চিদাম্বরম
TISS: ফান্ড না থাকায় বিনা নোটিশে শতাধিক কর্মী ছাঁটাই, পরে সিদ্ধান্ত প্রত্যাহার টাটার
Sunita Williams: পৃথিবীতে ফেরা নিয়ে প্রবল সংশয়ের মাঝেই মহাকাশে অন্য বিপদে সুনীতা উইলিয়ামসরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in