Truth Social: বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে নিষিদ্ধ, তাই নিজেই নতুন অ্যাপ আনছেন ট্রাম্প

গত বছরের অক্টোবরে ট্রাম্প প্রথম এই অ্যাপের কথা ঘোষণা করেন। বলেন, বড় টেক কোম্পানিগুলির প্রতিযোগী হিসেবে তাঁর এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসতে চলেছে।
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্পফাইল চিত্র - সংগৃহীত
Published on

প্রায় বছর খানেক ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে নিষিদ্ধ তিনি। তাই তিনি নিজে এবার নিয়ে আসতে চলেছেন সোশ্যাল মিডিয়া অ্যাপ। নাম ট্রুথ সোশ্যাল। আর তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প। কারওর ওপর নির্ভর করতে চান না। তাই নিজেই নিজের কাজটা করে ফেলতে চান। তাই নিয়ে এলেন অ্যাপ।

‘তৈরি হোন, আপনার প্রিয় প্রেসিডেন্ট আপনার সঙ্গে জলদি দেখা করবে।’ এমনই ক্যাপশন দিয়ে প্রচার শুরু হয়েছে। খুব সম্ভবত অ্যাপটি আগামী সপ্তাহেই আত্মপ্রকাশ করতে চলেছে এটি। ট্রাম্পের ছেলে ও তাঁর ঘনিষ্ঠরা এটির স্ক্রিনশট শেয়ার করেছেন। তা থেকে বোঝা যাচ্ছে যে অ্যাপটি টুইটারের মতোই অনেকটা দেখতে হচ্ছে।

তবে নিন্দুকেরা কিন্তু চুপ করে বসে নেই। শেষ পর্যন্ত কি তবে নকল করছেন ট্রাম্প? কটাক্ষ করতে ছাড়ছেন না সমালোচকরা। গত বছরের অক্টোবরে ট্রাম্প প্রথম এই অ্যাপের কথা ঘোষণা করেন। বলেন, বড় টেক কোম্পানিগুলির প্রতিযোগী হিসেবে তাঁর এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসতে চলেছে। যারা তাঁকে নিষিদ্ধ করেছে, ডোনাল্ড ট্রাম্পও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

এই অ্যাপের কথা ঘোষণা হতেই ট্রোলড হন তিনি। প্রচুর কটাক্ষ শোনা যায় নানা মহলে। লাইসেন্স নিয়েও জটিলতায় পড়েন। অ্যাপটি তৈরি করছেন মাস্টোডন নামে একটি সফটওয়্যার কোম্পানি। কিন্তু প্রোডাক্টের কোথাও ওই মাস্টোডনের নাম নেই।

অর্থাৎ সংস্থাটি ক্রেডিট পায়নি। সফটওয়্যার-নীতি লঙ্ঘিত হয়েছে। ফলে টানাপোড়েন শুরু হয়। সমালোচকরা অবশ্য নামকরণ নিয়েও বিঁধেছেন ট্রাম্পকে। ট্রুথ সোশ্যাল কেন, ট্রামপেট হলে ভালো হত বলে মনে করছেন তারা।

ডোনাল্ড ট্রাম্প
সোশ্যাল মিডিয়াতে সাসপেন্ড - ফেসবুক, টুইটার ও গুগলের বিরুদ্ধে মামলা করতে চলেছেন ট্রাম্প

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in