যৌনতা ও সন্ত্রাস বিষয়ক প্রচারের জন্য ভারতে প্রায় ৫৪ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা টুইটারের

সূত্রের খবর, এলন মাস্ক (Elon Musk)-র মালিকানাধীন মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম দেশের মধ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ পরিচালনা করার কারণে ১,৯৮২টি ট্যুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ বলে ঘোষণা করেছে।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকী
Published on

যৌনতা এবং সন্ত্রাস সম্পর্কিত বিষয়বস্তু প্রচার করার জন্য ভারতের মধ্যে একাধিক অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা করল ট্যুইটার। গত ২৬ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে শিশুদের উপর যৌন নির্যাতন, অসম্মতিমূলক নগ্নতা এবং সংশ্লিষ্ট বিষয়বস্তু প্রচারের জন্য দেশের মোট ৫২,১৪১টি ট্যুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ট্যুইটার সূত্রের খবর, এলন মাস্ক (Elon Musk)-র মালিকানাধীন মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম দেশের মধ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ পরিচালনা করার কারণে ১,৯৮২টি ট্যুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ বলে ঘোষণা করেছে।

নতুন তথ্যপ্রযুক্তি নিয়ম ২০২১, অনুযায়ী ট্যুইটার কর্তৃপক্ষ তাদের মাসিক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের ট্যুইটার ব্যবহারকারীদের থেকে একই সময়ে একই ফ্রেমে অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা (grievance redressal mechanisms)-র মাধ্যমে ১৫৭টি অভিযোগ এসেছে। সেই ইউআরএল (Uniform Resource Locator) গুলির মধ্যে ১২৯টির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্যুইটার কর্তৃপক্ষ।

ট্যুইটার সংস্থা জানিয়েছে, "আমরা আরও ৪৩টি অভিযোগ পেয়েছি, যেগুলির প্রেক্ষিতে ট্যুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করার আবেদন এসেছিল। পরিস্থিতির সুনির্দিষ্ট পর্যালোচনা করার পর আমরা এই অ্যাকাউন্টগুলির উপর জারি থাকা একটি স্থগিতাদেশও বাতিল করিনি। এই সব সমস্যাগুলির সমাধান করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।"

গত মাসে, দিল্লি কমিশন ফর উইমেন চেয়ারপারসন স্বাতি মালিওয়াল বলেছিলেন, শিশু পর্নোগ্রাফির অভিযোগে টুইটার থেকে প্রাপ্ত উত্তরগুলি অসম্পূর্ণ ছিল এবং কমিশন তাদের প্রতি সন্তুষ্ট নয়। মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মে শিশু পর্নোগ্রাফি এবং নারী ও শিশুদের ধর্ষণের ভিডিও ট্যুইটারের প্রচার করার জন্য গত ২০ সেপ্টেম্বর টুইটার ইন্ডিয়ার নীতি প্রধান এবং দিল্লি পুলিশকে তলব করেছিলেন মালিওয়াল।

সেই সময় ট্যুইটার কর্তৃপক্ষ জানায়, এমন কোনও বিষয়বস্তু তারা বরদাস্ত করবে না, যা শিশুদের উপর হওয়া যৌন নির্যাতনের বিষয়টিকে ইন্ধন জোগায়। শিশুদের পর্নোগ্রাফি সংক্রান্ত ট্যুইটগুলি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এলন মাস্ক (Elon Musk)।

নতুন তথ্যপ্রযুক্তি নিয়ম ২০২১-র অধীনে বলা হয়েছে, বড় বড় ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি যেখানে প্রায় ৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে, তাদের প্রতি মাসে অভিযোগ সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে।

ছবি - প্রতীকী
Twitter: ভেরিফিকেশন নিয়ম বদল করতে চলেছেন এলন মাস্ক, ব্লু-টিকের জন্য দিতে হবে টাকা!
ছবি - প্রতীকী
Lay Off: সময়সীমা ১ নভেম্বর, Twitter থেকে গণহারে কর্মী ছাঁটাইয়ের নির্দেশ এলন মাস্কের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in