Twitter: ২০২১-এর প্রথম ৬ মাসে ট্যুইটারের কাছে ২২০০ ব্যবহারকারীর তথ্য চেয়েছিলো ভারত সরকার

মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মটি এই অনুরোধের মাত্র ২ শতাংশ পূরণ করেছিলো৷ এই সময় ভারত থেকে প্রায় ৫০০০ টুইটার অ্যাকাউন্ট সরানোর আইনি দাবি উঠেছে। কোম্পানির সর্বশেষ ট্রান্সপারেন্সি রিপোর্টে একথা জানানো হয়েছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি সংগৃহীত
Published on

ভারত সরকার টুইটারের কাছ থেকে জানুয়ারী-জুন ২০২১ সময়ের মধ্যে ২,২০০ ব্যবহারকারীর অ্যাকাউন্টের তথ্য চেয়েছিল এবং মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মটি এই অনুরোধের মাত্র ২ শতাংশ পূরণ করেছিলো৷ এই সময় ভারত থেকে প্রায় ৫০০০ টুইটার অ্যাকাউন্ট সরানোর আইনি দাবি উঠেছে। কোম্পানির সর্বশেষ ট্রান্সপারেন্সি রিপোর্টে একথা জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, এই সময় বিশ্বজুড়ে বিভিন্ন সরকারের পক্ষ থেকে আসা অনুরোধ ৪ শতাংশ কমেছে। যদিও নির্দিষ্ট অ্যাকাউন্ট-এর ক্ষেত্রে এই প্রতিবেদনের সময়কালে ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ এই তালিকায় শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ৫৭ শতাংশ। এরপরেই ভারত ২৫ শতাংশ। বিশ্বজুড়ে মোট অভিযোগের ৮২ শতাংশই এই দুই দেশ থেকে এসেছে।

টুইটার ২০১২ সালে তার ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রকাশ করা শুরু করার পর থেকে, ভারত এখনও পর্যন্ত ১১,৬৬৭ ব্যবহারকারী অ্যাকাউন্টের তথ্যের জন্য অনুরোধ করেছে, যা বিশ্বব্যাপী মোট অনুরোধের ১০ শতাংশ।

এখনও পর্যন্ত সর্বাধিক সরকারী তথ্যের অনুরোধ জমা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা বিশ্বব্যাপী মোট অনুরোধের ২৪ শতাংশ, এবং নির্দিষ্ট বিশ্বব্যাপী অ্যাকাউন্টগুলির ২৭ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ অনুরোধ এসেছে ভারত থেকে, যা বিশ্বব্যাপী মোট অনুরোধের ১৮ শতাংশ এবং বিশ্বব্যাপী অ্যাকাউন্টভিত্তিক মোট অনুরোধের ৩০ শতাংশ।

টুইটার জানিয়েছে, বিশ্বের বিভিন্ন সরকারের অনুরোধের উত্তরে এখনও পর্যন্ত ৬৪ শতাংশ ক্ষেত্রে তথ্য প্রকাশ করেনি, এই প্রতিবেদনের সময়কালে যা ৯ শতাংশ কমেছে।

বেসরকারী অনুরোধের ক্ষেত্রে জাপান, ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ছিল শীর্ষ তিন অনুরোধকারী দেশ। যেখানে তিনটিই সমস্ত অনুরোধের ৮৯ শতাংশ এবং এই সময়ের জন্য নির্দিষ্ট করা মোট অ্যাকাউন্টের ৮৭ শতাংশ।

সরকারের কাছ থেকে আইনি দাবির পরিপ্রেক্ষিতে, ছয় মাসের সময়ের মধ্যে, টুইটার ১৯৬৮৭৮ টি অ্যাকাউন্ট উল্লেখ করে বিষয়বস্তু সরানোর জন্য ৪৩,৩৮৭টি আইনি দাবি পেয়েছে। বুধবার সংস্থা জানিয়েছে, "২০১২ সালে আমাদের প্রথম ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রকাশের পর থেকে বর্তমান সময়ের মধ্যে অপসারণের অনুরোধের সাপেক্ষে এটিই সবচেয়ে বেশি সংখ্যক অ্যাকাউন্ট।"

জানুয়ারী-জুন সময়ের মধ্যে, টুইটার ব্যবহারকারীদের ৪.৭ মিলিয়ন টুইট নিয়ম লঙ্ঘন করার কারণে ডিলিট করেছে। যার মধ্যে, ৬৮ শতাংশ ট্যুইট ডিলিট করার আগে ১০০ টিরও কম ইমপ্রেশন পেয়েছিলো, ২৪ শতাংশ ১০০ থেকে ১,০০০ এর মধ্যে ইমপ্রেশন পেয়েছিলো৷

এই ছয় মাসে, টুইটার তার চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়েটেশন (CSE) নীতি লঙ্ঘনের জন্য ৪,৫৩,৭৫৪টি বরাবরের জন্য বন্ধ করে দিয়েছে।

২০২১ সালের প্রথমার্ধে, সন্ত্রাসবাদ এবং সহিংস সংগঠনের প্রচারের জন্য টুইটার ৪৪,৯৭৪টি অ্যাকাউন্ট বাতিল করেছে।

ভারতের তথ্য প্রযুক্তি (ইন্টারমিডিয়ারি গাইডলাইনস অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড) বিধিমালা, ২০২১-এর ধারা ৪(ডি) অনুসারে, টুইটারকে ভারতে ব্যবহারকারীদের কাছ থেকে আসা অভিযোগগুলি পরিচালনার জন্য একটি মাসিক রিপোর্ট প্রকাশ করতে হবে। এই রিপোর্টে জানাতে হবে তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। সক্রিয় পর্যবেক্ষণ প্রচেষ্টার ফলে টুইটার পদক্ষেপ নিয়েছে এমন URL-এর সংখ্যার হিসাবও দিতে হবে।

- with inputs from IANS

ছবি প্রতীকী
২০২০ সালে জুলাই-ডিসেম্বরে সবথেকে বেশি অ্যাকাউন্ট তথ্য জানার আবেদন করেছে ভারত: Twitter

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in