Ukraine Crisis: রাশিয়ান সংবাদসংস্থাদের ব্লক করতে রাজি নয় SpaceX -র ‘স্টারলিংক’

ট্যুইটারে তিনি লিখেছেন – “স্টারলিংককে কিছু সরকার (ইউক্রেন নয়) রাশিয়ান সংবাদমাধ্যমের উত্সগুলিকে ব্লক করার জন্য বলেছে। বন্দুকের মুখোমুখি না হওয়া পর্যন্ত আমরা তা করব না।”
এলন মাস্ক, ভ্লাদিমির পুতিন
এলন মাস্ক, ভ্লাদিমির পুতিনফাইল চিত্র - সংগৃহীত
Published on

টেসলার সিইও এলন মাস্ক শনিবার বলেছেন যে তার রকেট কোম্পানি স্পেসএক্স (SpaceX) -র স্যাটেলাইট ইন্টারনেট বিভাগ ‘স্টারলিংক’ রাশিয়ান সংবাদ সংস্থাগুলোকে ব্লক করবে না। টুইটারে মাস্ক লিখেছেন, বন্দুকের মুখোমুখি না হওয়া পর্যন্ত আমরা তা করব না।

ট্যুইটারে তিনি লিখেছেন – “স্টারলিংককে কিছু সরকার (ইউক্রেন নয়) রাশিয়ান সংবাদমাধ্যমের উত্সগুলিকে ব্লক করার জন্য বলেছে। কিন্তু বন্দুকের মুখোমুখি না হওয়া পর্যন্ত আমরা তা করব না।” তাঁর কথায়, বাক-স্বাধীনতায় আঘাত মেনে নেওয়া যায় ন।

ইতিমধ্যে, অ্যাপল, গুগল, মাইক্রোসফট, ট্যুইটার, ইউটিউব, মেটা এবং অন্যান্য বেশ কয়েকটি প্রযুক্তি প্ল্যাটফর্ম ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরিপ্রেক্ষিতে রাশিয়ার সরকার নিয়ন্ত্রিত সংবাদসংস্থা আরটি (RT) এবং স্পুটনিককে নিষিদ্ধ করেছে।

শুক্রবার এলন মাস্ক ইউক্রেনীয়দের সতর্ক করে দিয়েছিলেন যে স্টারলিংক স্যাটেলাইট সিস্টেমটি সতর্কতার সাথে ব্যবহার করতে। কারণ তাঁর বাণিজ্যিক ইন্টারনেট নেটওয়ার্ক রাশিয়ানদের দ্বারা লক্ষ্যবস্তু হতে পারে এবং পুরো সিস্টেমেই ‘সাইবার অ্যাটাক’ হতে পারে।

এলন মাস্ক, ভ্লাদিমির পুতিন
Ukraine Crisis: ইউক্রেনের সাথে আলোচনা চালিয়ে যেতে চায় রাশিয়া - ভ্লাদিমির পুতিন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in