ইউপিআইয়ের সাফল্যের পর বাজারে আসতে চলছে ইউএলআই। অ্যাকাউন্টে নগদ সুবিধার মতো এবার ঋণের ক্ষেত্রেও সুবিধার জন্য এই নয়া অ্যাপ আনছে রিজার্ভ ব্যাঙ্ক। এই কথা জানিয়েছেন রির্জাভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস বেঙ্গালুরুতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং ইমার্জিং টেকনোলজিস সম্পর্কিত একটি অনুষ্ঠানে জানিয়েছেন, মূলত কৃষিক্ষেত্র এবং ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসায় ঋণদানের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এই পদক্ষেপ। ইউপিআইয়ের ধাঁচেই ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস (ইউএলআই) আনতে চলেছে আরবিআই।
তবে শক্তিকান্ত জানিয়েছেন, এখনও এই অ্যাপ ভারতে চালু করতে বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে। কারণ বর্তমানে অ্যাপটি পরীক্ষামূলক অবস্থায় রয়েছে। গভর্নর আরও জানিয়েছেন, এই অ্যাপ বাজারে আনার মূল উদ্দেশ্য হল - ঋণদানের মূল্যায়ন ও অনুমোদনের জন্য যে পরিমাণ সময় নেওয়া হয় তা কম করা, বিশেষ করে গ্রামীণ এলাকায় ছোট ঋণগ্রহীতাদের জন্য।
জানা যাচ্ছে, ব্যাঙ্কিং পরিষেবাগুলির ডিজিটালাইজেশনের অংশ হিসাবে ইউএলআই-এ থাকবে একটি সুগঠিত ডিজিটাল তথ্যভান্ডার। সেখানে জমি সংক্রান্ত নানা তথ্যও থাকবে। এই তথ্য দেখতে পাবেন ঋণদাতা ও গ্রহীতা উভয়ই। শক্তিকান্ত জানিয়েছেন, ঋণগ্রহীতার সম্মতির উপর ভিত্তি করেই সমস্ত তথ্য এই প্ল্যাটফর্মে দেওয়া হবে এবং নতুন প্ল্যাটফর্মটিতে তথ্যের গোপনীয়তা সম্পূর্ণরূপে সুরক্ষিত।
মনে করা হচ্ছে, এর ফলে বিশেষ করে কৃষি এবং এমএসএমই ঋণগ্রহীতাদের জন্য অপ্রতুল ঋণের চাহিদা পূরণ করবে। ইউপিআই পেমেন্ট যেমন পুরো ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে একটি বড় পরিবর্তন আনতে সক্ষম হয়েছে, তেমনই ইউএলআর ভারতের ঋণ দেওয়ার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন