UPI: শ্রীলঙ্কা ও মরিশাসে চালু হল ভারতের ইউপিআই

People's Reporter: পাশাপাশি মরিশাসে চালু হল ভারতীয় RuPay কার্ড। ইউপিআই চালু হওয়ার পর শ্রীলঙ্কায় প্রথম লেনদেন করেন একজন ভারতীয়।
শ্রীলঙ্কা ও মরিশাসে চালু হল ভারতের UPI
শ্রীলঙ্কা ও মরিশাসে চালু হল ভারতের UPI ছবি সংগৃহীত
Published on

শ্রীলঙ্কা ও মরিশাসে চালু হল ভারতের ইউপিআই। পাশাপাশি মরিশাসে চালু হল ভারতীয় RuPay কার্ড। মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে এই পরিষেবা চালু করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে ও মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জ্যাগনথ। ইউপিআই চালু হওয়ার পর শ্রীলঙ্কায় প্রথম লেনদেন করেন একজন ভারতীয়।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা তৈরি ইউপিআই পরিষেবাগুলি মোবাইল ফোনের মাধ্যমে এক ব্যাঙ্ক থেকে আরেক ব্যাঙ্কে তাৎক্ষণিক লেনদেনের সুবিধা প্রদানের জন্য তৈরি করা হয়েছে। অন্যদিকে, RuPay কার্ড বিশ্বব্যাপী স্বীকৃত একটি কার্ড, যা দ্বারা এটিএম এবং অনলাইন লেনদেন গ্রহণযোগ্য।

এর ফলে শ্রীলঙ্কা ও মরিশাসে ভ্রমণকারী ভারতীয় পর্যটকদের পাশাপাশি ভারতে আসা মরিশাসের নাগরিকদের জন্য ইউপিআই পরিষেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, “আমার দৃঢ় বিশ্বাস, ইউপিআই পরিষেবা পাওয়া যায় এমন গন্তব্যগুলিকেই প্রাধান্য দেবেন ভারতীয় পর্যটকেরা। গত বছর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের ভারত সফরের সময় দুই দেশ একটি ভিশন ডকুমেন্ট গ্রহণ করেছিল। আর্থিক সংযোগ বাড়ানো এর একটি মূল লক্ষ্য ছিল। গত বছর মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গেও বিস্তারিত আলোচনা হয়েছিল। আমার বিশ্বাস, শ্রীলঙ্কা ও মরিশাস এই ব্যবস্থা থেকে লাভবান হবে।”

ডিজিটাল পরিকাঠামো নিয়ে বলতে গিয়ে মোদী বলেন, “ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ভারতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। আমাদের ছোট্ট গ্রামের ক্ষুদ্রতম ব্যবসায়ীও ডিজিটাল পেমেন্ট করছে। কারণ, এতে সুবিধার পাশাপাশি গতিও রয়েছে।”

উল্লেখ্য, এমাসে শুরুতে ফ্রান্সে অবস্থিত প্যারিসের আইফেল টাওয়ার বুকিংয়ের জন্য ভারতের  ইউপিআই ব্যবহার চালু করা হয়েছিল। এবার থেকে আইফেল টাওয়ারের ওয়েবসাইটে গিয়ে QR কোর্ড স্ক্যান করে ভারতীয় ইউপিআইয়ের মাধ্যমে টাকা পেমেন্ট করা যাবে।

এছাড়াও, গত বছরের ফেব্রুয়ারিতে, সিঙ্গাপুরে ইউপিআই এবং PayNow-এর মধ্যে একটি লিঙ্ক চালু করা হয়েছিল। ভার্চুয়াল পেমেন্ট ঠিকানার মাধ্যমে, এখন সিঙ্গাপুর থেকে ভারতে এবং ভারত থেকে সিঙ্গাপুরে অর্থ প্রেরণ করা যেতে পারে৷

শ্রীলঙ্কা ও মরিশাসে চালু হল ভারতের UPI
Dattajirao Gaekwad: ভারতের প্রবীণতম টেস্ট ক্রিকেটার দত্তাজিরাও প্রয়াত!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in