রাশিয়ান হ্যাকাররা অন্তত দুই বছর ধরে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে জড়িত সংস্থাগুলিকে টার্গেট করছে। ইতিমধ্যেই তারা অস্ত্র, বিমানের নকশা এবং প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কিত অনেক তথ্যই কব্জা করে নিয়েছে। অভিযোগ, এই হ্যাকাররা রাশিয়ান সরকারের মদতপুষ্ট।
সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এজেন্সি (CISA), ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI), এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (NSA) –র রিপোর্ট অনুযায়ী, রাশিয়ান হ্যাকাররা বড় এবং ছোট ডিফেন্স কন্ট্রাক্টর (CDCs) এবং সাব-কন্ট্রাক্টরদের টার্গেট করেছে।
CISA জানিয়েছে – “রাশিয়ান সরকারের মদতপুষ্ট হ্যাকাররা জানুয়ারী ২০২০ থেকে ফেব্রুয়ারী ২০২২ এর মধ্যে আমেরিকার ডিফেন্স কন্ট্রাক্টর (CDCs) এবং সাব-কন্ট্রাক্টরগুলিকে টার্গেট করেছ। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এবং গোয়েন্দা বিভাগের অনেক তথ্য পেয়েছে তারা।” শুধু তাই নয় মার্কিন সেনা, মার্কিন বিমান বাহিনী, মার্কিন নৌবাহিনী, মার্কিন মহাকাশ বাহিনীর তথ্যও হ্যাকাররা জোগাড় করতে পেরেছে।
তবে এই বিষয়ে রাশিয়ার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওয়াশিংটনে অবস্থিত রাশিয়ান দূতাবাসের পক্ষ থেকেও কোনও মন্তব্য করা হয়নি। প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ১৯ জানুয়ারী একটি সংবাদিক সম্মেলনে বলেছিলেন ইউক্রেন-রাশিয়ার সীমান্তে উত্তেজনা চলাকালীন মার্কিন মুলুকে সাইবার আক্রমণ হতে পারে।
তবে এই প্রথম নয়, সাইবার আক্রমণের জন্য একাধিকবার রাশিয়ান হ্যাকারদের বিরুদ্ধে আঙুল তুলেছে ওয়াশিংটন ডিসি। মার্কিন নির্বাচনে ডেমোক্রাটিক পার্টি ও তাদের প্রার্থী হিলারি ক্লিন্টনের প্রচারে নাক গলাতে রাশিয়া সাইবার হামলা চালানো হয়েছিল। অভিযোগ, হিলারি ক্লিন্টনের ম্যানেজারের ইমেল এবং ডেমোক্রাটিক ন্যাশানাল কমিটির সার্ভার হ্যাক করা হয়।
তারপর সেই সব তথ্য উইকিলিকস্ –র ওয়েবসাইটের মাধ্যমে নির্বাচনের ঠিক আগে ছড়িয়ে দেওয়া হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন