কয়েকদিন আগেই রাজ্যবাসী এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থেকেছে। চাঁদ ও শুক্র গ্রহের এতো কাছাকাছি অবস্থান এর আগে দেখা যায় নি। মঙ্গলবারেও অন্য এক মহাজগতিক ঘটনা ঘটবে মহাকাশে। এক সরলরেখায় দেখা যাবে সৌরজগতের পাঁচ গ্রহকে।
মহাকাশ বিজ্ঞানীদের মতে, সৌরজগতের প্রতিটি গ্রহই সূর্যকে কেন্দ্র করে একটি তলে অনবরত ঘুরে চলেছে। কারুর গতিবেগ বেশি, আবার কারুর কম। নির্দিষ্ট কক্ষতলে ঘুরতে ঘুরতে গ্রহগুলির একই সরলরেখায় চলে আসার সম্ভাবনা থাকে। সেই সম্ভাবনাই বাস্তবে পরিণত হচ্ছে মঙ্গলবার।
আজকে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও ইউরেনাসকে এক সরলরেখায় দেখা যাবে। তবে খালি চোখে গ্রহের অবস্থান দেখা নাও যেতে পারে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের আকাশের স্বচ্ছতার ওপর নির্ভর করছে দৃশ্যটি দেখার। ইউরেনাসকে খালি চোখে দেখতে পাওয়া কার্যত অসম্ভব। তবে অনেকে টেলিস্কোপের মাধ্যমে দেখতেই পারেন। সূর্যাস্তের পরেই দৃশ্যটি দেখা যেতে পারে। ওই একই সারিতে দেখা যাবে পৃথিবীর উপগ্রহ চাঁদকেও।
প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার চাঁদের ঠিক নিচেই কিছুক্ষণের জন্য শুক্র গ্রহকে দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় চাঁদের সেই ছবি ভাইরাল হয়েছিল। অনেকেই এটিকে মজা করে 'চন্দ্রবিন্দু' লিখেছিলেন। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছিলেন ওই দিন কিছু সময়ের জন্য শুক্র গ্রহকে ঢেকে ফেলেছিল চাঁদ। পরে ধীরে ধীরে শুক্র ও চাঁদের মধ্যে ব্যবধান বাড়তে থাকে। যার জেরেই ওই দৃশ্যের সাক্ষী থেকেছিলেন অনেকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন