Pantoea Tagorei: রবীন্দ্রনাথের নামে ব্যাকটেরিয়ার নাম রাখলেন বিশ্বভারতীর গবেষকরা, কিন্তু কেন?

People's Reporter: গবেষকদের কথায়, কবিগুরু গাছপালা পছন্দ করতেন। পাশাপাশি কৃষিকাজে তাঁর নিজের নানা রকমের অবদান রয়েছে। কৃষির উন্নতির জন্য তিনি বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনে উৎসাহ দিতেন।
রবীন্দ্রনাথের নামে ব্যাকটেরিয়ার নাম রাখলেন বিশ্বভারতীর গবেষকরা
রবীন্দ্রনাথের নামে ব্যাকটেরিয়ার নাম রাখলেন বিশ্বভারতীর গবেষকরা
Published on

এবার রবীন্দ্রনাথের নামে নতুন আবিষ্কৃত ব্যাকটেরিয়ার নাম রাখা হল। সম্প্রতি বিশ্বভারতীর কয়েকজন গবেষক নতুন এক ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন। ওই ব্যাকটেরিয়ার নামকরণ করা হয়েছে বিশ্বকবির নামে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের মাইক্রোবায়োলজি ল্যাবের অধ্যাপক বোম্বা দাম ও তাঁর পাঁচ সহকারী গবেষকেরা সম্প্রতি এই ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছে। নাম দেওয়া হয়েছে Pantoea Tagorei

নতুন ওই ব্যাকটেরিয়াটি পরিবেশ এবং মানুষের জন্য অত্যন্ত ভালো বলেই জানিয়েছেন গবেষক দলের প্রধান বুম্বা দাম। উদ্ভিদের ফলনে সহয়তা করে ব্যাকটিরিয়াটি।

সংবাদমাধ্যমে বুম্বা দাম জানিয়েছেন, কয়লার খনিতে সন্ধান মিলেছে নতুন ওই ব্যাকটেরিয়ার। এটি মূলত ফসফরাসকে দ্রবীভূত করে। এছাড়াও মাটিতে নাইট্রোজেন ভাণ্ডার পূরণ করতেও পারে এটি। ফসফরাস এবং নাইট্রোজেন - এই দু’টিই উদ্ভিদকে বাঁচাতে সাহায্য করে আর তাদের ফলন বাড়ায়। তাই নতুন ব্যাকটেরিয়াটি পরিবেশের জন্য এবং মানুষের জন্য ভালো বলে মনে করছেন গবেষকরা।

কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নাম কেন? গবেষকদের কথায়, কবিগুরু গাছপালা পছন্দ করতেন। পাশাপাশি কৃষিকাজে তাঁর নিজের নানা রকমের অবদান রয়েছে। কৃষির উন্নতির জন্য তিনি বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনে উৎসাহ দিতেন। আর তাই তাঁর নামেই এই উপকারী ব্যাকটেরিয়ার নামকরণ করা হয়েছে।

তবে এখনই গবেষকরা এই ব্যাকটেরিয়া সম্পর্কে বেশি কিছু বলতে নারাজ। তারা জানিয়েছেন, আরও গবেষণার প্রয়োজন আছে। গবেষণা এগোলে আরও তথ্য জানা যাবে। এই ব্যাকটেরিয়াকে কৃষিকাজের ক্ষেত্রে বা পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে ভাবছেন বিজ্ঞানীরা। 

রবীন্দ্রনাথের নামে ব্যাকটেরিয়ার নাম রাখলেন বিশ্বভারতীর গবেষকরা
ডেঙ্গি চিকিৎসায় আশার আলো, নয়া কিট টেস্টে আগেই বোঝা যাবে প্লেটলেট কমবে কি না

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in