হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসির সময়সীমা ছিল ১৫ মে পর্যন্ত। কিন্তু এই সময়সীমা প্রত্যাহার করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই সময়সীমার মধ্যে প্রাইভেসি পলিসি আপডেট না করলেও গ্রাহকদের অ্যাকাউন্ট ডিলিট করা হবে না।
উল্লেখ্য, এই প্রাইভেসি পলিসি আপডেটের বিষয়টি নিয়ে ভারত তথা বিশ্বের নানা দেশ থেকে বিরুদ্ধাচারণ করা হয়। ফেসবুকের মালিকানাধীন এই ম্যাসেজিং অ্যাপ সংস্থাটি গত জানুয়ারি মাসে জানায়, এই প্রাইভেসি পলিসি আপডেটের সময়সীমা ৮ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৫ মে করা হয়েছে।
এবার সংস্থার তরফেই ফের একবার জানানো হল, আপডেট না করলেও ১৫ মে-র পর ভারতের কোনও গ্রাহকের অ্যাকাউন্টই ডিলিট করা হবে না। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের কথা গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে।
এখনই সংস্থার তরফে এই বিষয়ে কোনও তারিখ নির্দিষ্ট করা হয়নি বলেও হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে। এই প্রাইভেসি পলিসি নিয়ে মানুষে ভুল ধারণা দূর করার জন্য বেশ কয়েক সপ্তাহ লাগিয়ে দিয়েছে সংস্থা বলে হোয়াটসঅ্যাপের মুখপাত্রের তরফে জানানো হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন