দেশজুড়ে বিতর্কের মাঝেও নিজেদের অবস্থান থেকে পিছু হটলো না হোয়াটসঅ্যাপ। ফেসবুকের মালিকানাধীন এই কোম্পানী স্পষ্টই জানিয়ে দিয়েছে হোয়াটস অ্যাপ ব্যবহার করতে গেলে কোম্পানীর শর্ত মেনেই ব্যবহার করতে হবে। অন্যথায় যারা এই শর্ত মানবেন না, আগামী ১৫ মে-র পর তাদের হোয়াটস অ্যাপ বন্ধ হয়ে যাবে।
গত বছরের শেষে নিজেদের প্রাইভেসি পলিসিতে বদল আনে হোয়াটস অ্যাপ। গত ৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সেই প্রাইভেসি পলিসি 'অ্যাকসেপ্ট' করতে বলে এই সংস্থা। যদিও নতুন এই পলিসি নিয়ে বিতর্কের জেরে সাময়িক ভাবে পিছু হটে হোয়াটস অ্যাপ। নতুন এই প্রাইভেসি পলিসি অনুসারে সংস্থা জানিয়েছিলো তারা কোনো ব্যবহারকারীর তথ্য আদানপ্রদান সংরক্ষণ করতে পারে এবং ব্যবহারকারীর গতিবিধি সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে পারে। নতুন এই পলিসি ভারত সহ কিছু নির্দিষ্ট দেশের জন্যই করা হয়। যদিও ইউরোপীয়ান ইউনিয়নের অন্যান্য দেশের ক্ষেত্রে এই ধরণের কোনো নির্দেশিকা আনা হয়নি।
সম্প্রতি হোয়াটস অ্যাপ তাদের এফ এ কিউ পেজে জানিয়েছে যারা এই নতুন পলিসি গ্রহণ করতে রাজী হবেন না তাদের হোয়াটস অ্যাপ আগামী ১৫মে-র পর বন্ধ হয়ে যাবে। এরপর থেকে তাঁরা শুধু কল রিসিভ করতে পারবেন এবং নোটিফিকেশন পাবেন। কিন্তু কোনো মেসেজ পাঠাতে পারবেন না বা কোনো মেসেজ পড়তে পারবেন না।
১২০ দিন পরে এই ধরণের ব্যবহারকারীদের সমস্তরকমের ডেটা বরাবরের জন্য মুছে দেওয়া হবে। কোনো ব্যবহারকারী মনে করলে ১৫ মে-র আগে তাদের চ্যাট হিস্ট্রি অন্য জায়গায় সরিয়ে নিতে পারেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন