Wikipedia: পক্ষপাতদুষ্ট এবং ভুল তথ্য দেবার অভিযোগ - উইকিপিডিয়াকে নোটিশ কেন্দ্রের

People's Reporter: সেপ্টেম্বর মাসে দিল্লি হাইকোর্টের এক নির্দেশে উইকিপিডিয়ার মুক্ত সম্পাদনাকে ‘বিপজ্জনক’ বলে আখ্যা দেওয়া হয়। এক সংবাদ সংস্থার করা মানহানির মামলায় এই মন্তব্য করে আদালত।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত
Published on

উইকিপিডিয়াকে সরকারিভাবে নোটিশ পাঠালো কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উইকিপিডিয়ার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট এবং ভুল তথ্য দেবার অভিযোগ আনা হয়েছে। এছাড়াও কেন্দ্রের বক্তব্য উইকিপিডিয়ার সম্পাদকমণ্ডলী এক ছোটো গোষ্ঠী নিয়ন্ত্রণ করে। কেন্দ্র তার নোটিশে আরও জানতে চেয়েছে যে কেন উইকিপিডিয়াকে মধ্যস্থতাকারীর পরিবর্তে প্রকাশক হিসাবে বিবেচনা করা যাবেনা।

উইকিপিডিয়া নিজেদের বিনামূল্যের এক অনলাইন বিশ্বকোষ হিসাবে উপস্থাপিত করে এবং স্বেচ্ছাসেবকদের বিভিন্ন ব্যক্তিত্ব এবং বিভিন্ন বিষয় সহ বিস্তৃত বিষয়ে পৃষ্ঠা তৈরি এবং সম্পাদনা করার অনুমতি দেয়। যদিও বহুল ব্যবহৃত এই তথ্যভান্ডার বর্তমানে ভারতে আইনি লড়াইয়ের মুখে পড়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ উইকিপিডিয়াতে ভুল এবং মানহানিকর প্রকাশ করা হচ্ছে।

বর্তমান বছরের সেপ্টেম্বর মাসে দিল্লি হাইকোর্টের এক নির্দেশে উইকিপিডিয়ার মুক্ত সম্পাদনাকে ‘বিপজ্জনক’ বলে আখ্যা দেওয়া হয়। মূলত উইকিপিডিয়ার বিরুদ্ধে এক সংবাদ সংস্থার করা মানহানির মামলায় এই মন্তব্য করে আদালত। এই মামলায় বিচারপতিরা উইকিপিডিয়ার সম্পাদনা নীতি নিয়ে বিস্ময় প্রকাশ করেন। আদালত এক্ষেত্রে অনিয়ন্ত্রিত সম্পাদনার ঝুঁকির দিকটি তুলে ধরে এবং জানায় এক্ষেত্রে কোনও ব্যক্তি অথবা সংস্থা সম্পর্কে সংবেদনশীল তথ্যর ক্ষেত্রে ঝুঁকি থেকে যায়।

অক্টোবর মাসের ১৭ তারিখে এই মামলায় উইকিপিডিয়াকে ৩৬ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ওই পাতা মুছে ফেলার নির্দেশ দেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি তুষার রাও গেদেলা।

এই মামলায় উইকিপিডিয়ার পক্ষে সওয়াল করেন আইনজীবী অখিল সিব্বাল। আদালতে তিনি জানান, উইকিপিডিয়া নিজে কোনও পাতা তৈরি করে না অথবা মতামত জানানোর জন্য কোনও পেজ তৈরি করে না।

যদিও আইনজীবীর কথায় সন্তুষ্ট না হয়ে বিচারক জানান, "আমি অবমাননা আরোপ করব... প্রতিপক্ষ নং ১ (উইকিপিডিয়া) ভারতে সত্তা না হওয়ার প্রশ্ন নয়। আমরা এখানে আপনাদের ব্যবসায়িক কার্যকলাপ বন্ধ করে দেব। আমরা ভারত সরকারকে উইকিপিডিয়া ব্লক করে দিতে বলব... তা ছাড়াও আপনারা যদি ভারত পছন্দ না করেন তবে দয়া করে ভারতে কাজ করবেন না"। বিচারক উইকিপিডিয়ার আইনজীবীর কাছে সংবাদসংস্থার পৃষ্ঠায় সম্পাদনা করা তিনটি গ্রাহক অ্যাকাউন্টের বিবরণ চেয়েছিলেন। যা প্রকাশ করতে রাজী না হওয়ার পরে বিচারক এই মন্তব্য করেন।

ছবি প্রতীকী
Adani Vs Hindenburg: আদানি গ্রুপের কর্মীরা বদলে দিয়েছেন সংস্থার তথ্য - চাঞ্চল্যকর দাবি উইকিপিডিয়ার
ছবি প্রতীকী
ANI vs Wikipedia: সংবাদসংস্থা ANI সম্পর্কে 'মানহানিকর বিবরণ' - উইকিপিডিয়াকে দিল্লি হাইকোর্টের নোটিশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in