৩০টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে ১৪ টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। আইএসএফ ও বামেদের অভিযোগ, তাঁদের একাধিক প্রার্থীর নির্বাচন কমিশনের নির্দেশে বাতিল করা হয়েছে।
কংগ্রেস নেতা কেকে মিশ্র জানিয়েছেন, “সাতনার জেলাশাসক ও পুরসভার চেয়ারম্যান আরএসএস-এর অনুষ্ঠানে স্বেচ্ছায় যোগ দেন এবং আরএসএস-এর প্রতীকী পতাকাকে সম্মান জানান।”
মনোরঞ্জন ব্যাপারী বলেন, 'এই মুহূর্তে বিধায়ক পদ ছাড়তে পারছি না। তা হলে খাবো কী? যেদিন পেনশন পেতে আরম্ভ করবো এই পদ থেকেও সরে দাঁড়াব। এতদিনে বুঝতে পেরেছি এই রাজনীতি আমার মতো মানুষের জন্য নয়।'
অবস্থানের পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠিও লিখেছেন অধীরবাবু। তিনি বলেন, বিডিও-র বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছি। প্রয়োজনে এই বিডিওকে দিল্লি নিয়ে যাব।
সুপ্রিম কোর্টে তিরস্কৃত হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ২২ জেলার জন্য ২২ কোম্পানি বাহিনী চেয়ে পাঠিয়েছে কমিশন। সূত্রের খবর, কমিশনের এই সিদ্ধান্তে ফের আদালতে যাওয়ার পরিকল্পনা করছে বিরোধীরা।
অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, গোটা পৃথিবী এই দুই দেশের দিকে তাকিয়ে। আমাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। চীন ও আমেরিকার মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হোক আমি চাইনা। ওয়াশিংটন 'এক চীন' নীতিকে সমর্থন করে।