রাউথ বলেন, "দেশের ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন... শীঘ্রই এই বিষয়ে আরও কিছু তথ্য প্রকাশ করা হবে।" তথ্যভিজ্ঞ মহল মনে করছে, রাউথ এই অভিযোগের মাধ্যমে ভারতের নির্বাচন কমিশনের দিকেই আঙুল তুলতে চাইছেন।
জানা গেছে, এইমস হাসপাতালগুলির নাম পরিবর্তন করে স্থানীয় বীর, মুক্তিযোদ্ধার নামে করার প্রস্তাব করেছে কেন্দ্র। সেক্ষেত্রে, সাভারকার কিংবা নাথুরাম গডসের নামেও এইমসের নাম রাখার আশঙ্কা করেছে সংশ্লিষ্ট মহল।