আদালত চত্বরে পার্থকে গাড়ি থেকে নামতে দেখেই একজন বলেন, 'চোর চোর, ওই যে বড়ো চোর'। আবার একজন বলেন, "পার্থ চট্টোপাধ্যায় চোর। ওর অনেক টাকা বিদেশে চলে গেছে। ওর ফাঁসি হওয়া উচিত"।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি নিয়ন্ত্রণে থাকা রাজ্য কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগ এই আমলাদের মধ্যে দুজনকে অনির্দিষ্টকালের জন্য কম্পালসারি ওয়েটিং-এ পাঠানো হয়েছে।
কোনো কোনো সূত্র থেকে দাবী করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায় রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। যদিও এই দাবীর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।
সিবিআই সূত্রে জানা যাচ্ছে, আগামী সপ্তাহে পার্থকে আবার তলব করা হতে পারে। সম্ভবত ঐ সপ্তাহে পরেশ অধিকারী ও পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করবে সিবিআই।