People's Reporter: পিনারাই বিজয়ন বলেন, “এবারের ভোটের হাওয়া খুব স্পষ্ট এবং বামেরা এক ঐতিহাসিক জয় পেতে চলেছে৷ কেরালায় কংগ্রেস-বিরোধী মনোভাব রয়েছে। তাই আমরা বড় জয় পাব।”
People's Reporter: রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে পিনারাই বলেন, মনে রাখবেন, আপনার ঠাকুমা, যিনি জরুরি অবস্থা জারি করেছিলেন এবং সেইসময় আমাদের জেলে পাঠিয়েছিলেন। তাই জেল-এর হুমকিতে আমরা ভয় পাইনা।
People's Reporter: সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন বিজয়ন আরও বলেন, যদি কেউ পণ চায়, তাহলে মহিলাদের উচিত দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করা। এর জন্য সমাজ এবং পরিবারের উচিত ওই মহিলার পাশে দাঁড়ানো।
নতুন অধিবেশনের ঘোষণার কারণে, চ্যান্সেলর হিসাবে রাজ্যপালকে অপসারণের জন্য গত সপ্তাহে আরিফ মহম্মদ খানের কাছে যে অধ্যাদেশ পাঠানো হয়েছিল তা বাতিল হয়ে গেছে।
সোমবার থেকে কেরালার বিধানসভায় ১০ দিনের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে ১২টি সংশোধনী বিল উঠবে। তার মধ্যে একটি হল আচার্য পদে রাজ্যপালের ক্ষমতা সংক্রান্ত।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে রাজ্য সরকার দৃঢ় অবস্থান নিয়েছে যে কোনও মতেই ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণ করা হবে না।