People's Reporter: সুজন চক্রবর্তী বলেন, বগটুইয়ের স্মৃতি ফিরলো দলুয়াখাকিতে। সব জায়গায় তৃণমূল, সিপিআইএম-র পায়ের তলায় মাটি নেই। যতটুকু সিপিআইএম বেঁচে আছে সেটাও শেষ করতে চাইছে তৃণমূল।
মিড ডে মিলের প্রায় ৬৭ লক্ষ টাকা অনুদান হিসেবে দেওয়া হয়েছে বগটুই কাণ্ডে নিহতদের পরিবারগুলিকে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় সঠিক তদন্তের দাবি তুলেছে বিরোধীরা।
সিবিআই জানিয়েছে এদিন যে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে সাতজন বগটুই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। গ্রেপ্তার হওয়া অন্য এক ব্যক্তি স্থানীয় পঞ্চায়েত প্রধান ভাদু শেখ হত্যাকান্ডের সঙ্গে জড়িত।
২০ জুন আদালতে ভাদু শেখ খুন ও বগটুই গ্রামে অগ্নিসংযোগ মামলার চার্জশীট পেশ করল সিবিআই। রামপুরহাট আদালতে মুখবন্ধ খামে চার্জশীট দেওয়া হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে।