People's Reporter: এর আগেও একাধিকবার যখন তিনি আদালতে এসেছেন ইডির তদন্তকারী আধিকারিক থেকে শুরু করে পিপিকে (সরকারি আইনজীবীকে) তিনি জানিয়েছিলেন কিন্তু কোন সুরাহা হয়নি, আদালতে জানান মানিক
সূত্র অনুসারে, গ্রেফতার হওয়া যুব তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, প্রাপ্ত অর্থের এক অংশ তৃণমূলের পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য ও তার ছেলের অ্যাকাউন্টে জমা পড়েছিল।
গড়ে প্রায় ২৫ জন পড়ুয়া নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে না পারায় অফলাইনে ভর্তি হত। সেক্ষেত্রে তাঁদের সবাইকেই মাথা পিছু ৫ হাজার টাকা করে দিতে হত মানিক ভট্টাচার্যকে।
মঙ্গলবার ভোরে মানিক ভট্টাচার্যের গ্রেফতারির খবর প্রকাশ্যে আসতেই তাঁর আইনজীবীরা প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্টের রক্ষাকবচ রয়েছে। এই মামলার রায় ঘোষণা না হওয়া পর্যন্ত গ্রেফতার করা যাবে না মানিককে।