People's Reporter: গত ৮ ফেব্রুয়ারী নিজের হুগলি থেকে আগামী লোকসভায় প্রার্থী হচ্ছেন তিনি নিজেই, সেকথা ঘোষণা করেন লকেট চট্টোপাধ্যায়। এরপর থেকে হুগলি জেলার কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
লকেট অবশ্য গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন, আমি সাংসদ বলে আপনারা সমস্ত সরকারি সুবিধা পাবেন এটা হয় না। কারণ কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি রাজ্য সরকারের মাধ্যমেই আসে।
রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি লোকসভা সদস্য লকেট চ্যাটার্জিকে বিদ্যাসাগর সেতুর প্রবেশপথে একটি বিশাল পুলিশ বাহিনী আটকে দেয়। আটকে যাওয়ায় তাঁরা আর হাওড়ার দিকে যেতে পারেননি।
ঐ এলাকার মহিলারা বলেন, লকডাউনের সময় উজ্জ্বলা প্রকল্পে গ্যাস পেলেও অনেকে তা থেকে বঞ্চিত হয়েছেন। এমনকি কেরোসিন তেলের যেভাবে দাম বাড়ছে তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে তারা সকলেই অসম্মানের সাথে রয়েছে। পাশাপশি শোনা যায় তিনি বলেন, বাবুল সুপ্রিয় তৃণমূলে গিয়ে তেমন কিছুই পাননি, মূলত রিজার্ভ বেঞ্চেই তাকে রেখে দেওয়া হয়েছে।