লুলা বলেন, ডলারের আধিপত্য কমাতে আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের বিকল্প তৈরি করা দরকার। লুলা দ্য সিলভা বলেন, আমরা চাই ব্রিকস একটি বহুপাক্ষিক প্রতিষ্ঠান হোক, কোনও একচেটিয়া গোষ্ঠী নয়।
ব্রাজিল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নয়া প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা দায়িত্ব নেওয়ার পর থেকে চলতি বছরের প্রথম ৬ মাসে আমাজন বৃষ্টিঅরণ্যের নিধন গত বছরের প্রথম ৬ মাসের তুলনায় প্রায় ৩৩.৬% কমেছে।
এই নিয়ে তৃতীয়বারের জন্য ব্রাজিলের রাষ্ট্রপতি হলেন লুলা। এর আগে ২০১৮ ও ২০১৯-এর মধ্যে ১ বছরের বেশি কারাগারে কাটানোর পরে তিনি নির্বাচনে জিতে ক্ষমতায় ফিরেছেন। তাঁর সাজার নির্দেশ বাতিল করে সুপ্রিম কোর্ট।
সদ্য প্রকাশিত জনমত সমীক্ষায় লুলা পেয়েছেন ৪৫ শতাংশ ভোট। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী জেয়ার বোলসোনারো পেয়েছেন ৩২% ভোট। ২ অক্টোবর নির্বাচনের আগে গত ২৮ আগস্ট সাওপাওলোতে প্রেসিডেন্সিয়াল ডিবেট অনুষ্ঠিত হয়।