People's Reporter: ২০২৩ সালে এপ্রিল মাসে দিল্লিতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার হয় অনুব্রত কন্যা সুকন্যা। বুধবার সুকন্যার জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট।
জেল থেকে শীঘ্রই মুক্তি পাওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। শুক্রবার একথা জানিয়েছেন গরু চোরাচালান কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে সিবিআই-এর হাতে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।
তৃণমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশে অনুব্রতর জায়গায় এখন থেকে মঙ্গলকোট, আউশগ্রাম এবং কেতুগ্রামের দায়িত্বে থাকবেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
এদিন সরকারি আইনজীবীর পক্ষ থেকে আদালতে জানানো হয়, এখন তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আছে। এখন অভিযুক্ত জামিন দেওয়া হলে তদন্ত প্রভাবিত হতে পারে। তিনি আরও বলেন, এটি একটি বৃহত্তর পরিকল্পিত ষড়যন্ত্র।