সোমবার কলকাতার Y Channel-এ চিট ফান্ড সাফারার্স ইউনাইটেড ফোরামের ডাকে এক সভা থেকে এই ডাক দেওয়া হয়। সভায় ছিলেন CPIM কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
এদিন পার্থ চট্টোপাধ্যায়কে আইকোর চিটফান্ড দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিলো সিবিআই। তাঁর পক্ষে সিবিআই অফিসে যাওয়া সম্ভব নয় জানাতে এদিন সিবিআই আধিকারিকরা তাঁর অফিসে হাজির হন।
গত সপ্তাহে এই মামলায় শিল্পভবনে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে CBI। ২ ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। যদিও এই জিজ্ঞাসাবাদকে সৌজন্যমূলক সাক্ষাৎকার হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
মার্চ ও এপ্রিল মাসে পরপর দু'বার পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল ইডি। ইডির দাবি, আইকোরের কর্ণধারের সাথে সুসম্পর্ক ছিল পার্থর। তাঁর নাকতলা উদয়ন সঙ্ঘের দূর্গাপুজা একাধিকবার স্পন্সর করেছে আইকোর।
অভিযোগ, যে কাজের জন্য শ্রেয়া রোজভ্যালির থেকে টাকা নিয়েছিলেন, সেই কাজ বরাত নিয়েও শেষ করেনি শ্রেয়ার ইন্টিরিয়র ডেকোরেশন সংস্থা। ওই সংস্থার সঙ্গে রোজভ্যালির কোটি কোটি টাকার লেনদেন হয়।