People's Reporter: পুয়ের্তো রিকোর সাম্প্রতিক নির্বাচনে ইভিএম-এর হিসাবের গরমিল প্রসঙ্গে বলতে গিয়ে মাস্ক বলেন, আমাদের ইভিএম বাদ দেওয়া উচিত। এআই অথবা মানুষের মাধ্যমে ইভিএম হ্যাকের সম্ভাবনা থেকে যায়।
People's Reporter: এক্স-এর তরফে বলা হয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় এক্স-মাধ্যমে থাকা কিছু পোস্ট তুলে নিতে বলা হয়েছে।
এই ভোটের সময়সীমা এখনই শেষ হচ্ছে না। এটি চলবে ভারতীয় সময় বিকাল ৪.৩০ পর্যন্ত। তারপরেই, চূড়ান্ত ফলাফল জানা যাবে। তবে ভোটের ফলাফল মেনে নিয়ে এলন মাস্ক সরে দাঁড়াবেন কিনা তা এখনও জানা যায়নি।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, বৈদ্যুতিক গাড়ি কোম্পানির শেয়ার ১৩ এপ্রিল $৩৪০.৭৯ ডলারে লেনদেন করে। এর ঠিক আগের দিন এলন মাস্ক টুইটার $৪৩.৪ বিলিয়ন ডলারে ট্যুইটার কিনতে চলেছেন বলে জানা যায়।