নরেন্দ্র মোদি সরকারের "বুলডোজার সংস্কৃতি"-র নিন্দা করলেন RJD-র শীর্ষ নেতা তেজস্বী যাদব। দিল্লির জাহাঙ্গীরপুরী ও অন্যান্য BJP-শাসিত রাজ্যে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের নির্মাণ ভাঙার অভিযোগ তেজস্বীর৷
শুনানি চলাকালীন আবেদনকারীরা সুপ্রিম কোর্টকে বলে, "সম্প্রতি বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার নামে সমাজের একটি বিশেষ অংশকে টার্গেট করা হচ্ছে।"
আজ শুনানি শুরুর আগেই দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের দ্বারা শুরু করা এই উচ্ছেদ অভিযানকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাট।