People's Reporter: এলআইসি-র কাছে যে টাকা দাবি করা হয়েছে তার মধ্যে ৩৬৫.০২ কোটি টাকার জিএসটি, ৪০৪.৭ কোটি টাকা জরিমানা এবং ৩৬.৫ কোটি টাকার সুদ অন্তর্ভুক্ত রয়েছে।
জয়রাম রমেশ লিখেছেন, ‘আজ থেকে ঠিক এক বছর আগে, LIC-র শেয়ার তালিকাভুক্ত হয়েছিল শেয়ার বাজারে। তখন এর বাজার মূলধন ছিল ৫.৪৮ লক্ষ কোটি টাকা। আজ, এটি ৩৫% কমে ৩.৫৯ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে!’
বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE)-এ্র শেষ প্রকাশিত তথ্য অনুসারে, আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার মধ্যে সবথেকে বেশি বিনিয়োগ রয়েছে আদানি পোর্টস অ্যান্ড এসইজেড-এ। এই সংস্থায় এলআইসি'র শেয়ার রয়েছে ৯.১ শতাংশ।