People's Reporter: বিশেষজ্ঞদের মতে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাই কমার সম্ভাবনা নেই। অধিকাংশ সংস্থাই চরম আর্থিক সংকটে ভুগছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে প্রতিযোগিতা ক্রমশ বেড়ে চলার কারণেও সমস্যা বেড়েছে।
People's Reporter: CEO বিজয় শেখর শর্মা গত ২২মে এক চিঠিতে কোম্পানির শেয়ারহোল্ডারদের জানিয়েছিলেন, গত কয়েক বছরে কোম্পানির খরচ অনেক বেড়েছে। কর্মী ছাঁটাই করলে বছরে ৪০০ থেকে ৫০০ কোটি টাকা খরচ বাঁচানো যাবে।
People's Reporter: ছাঁটাই ছাড়াও তোশিবা তাদের সদর দপ্তর মধ্য টোকিও থেকে সরিয়ে কাওয়াসাকিতে নিয়ে যাবার পরিকল্পনা করেছে। সংস্থার পরিচালন পর্ষদের দাবি, এর ফলে আগামী ৩ বছরের মধ্যে লাভের মুখ দেখবে তোশিবা।
People's Reporter: layoff.fyi-এর সর্বশেষ তথ্য অনুসারে, ২০২৪-এর জানুয়ারি থেকে মে মাসের ৩ তারিখ পর্যন্ত বিশ্বের ২৮১টি তথ্যপ্রযুক্তি সংস্থা থেকে ছাঁটাই হয়েছে ৮০,৬২৮ জন কর্মী।
People's Reporter: মঙ্গলবার নিউ ইয়র্ক, সিয়াটেল, সানিভেলে যৌথভাবে ‘নো টেক ফর অ্যাপারথেড অর্গানাইজেশন’ নাম দিয়ে এই বিক্ষোভ প্রদর্শিত হয়েছিল। বিক্ষুব্ধরা চুক্তির বিরুদ্ধে ১০ ঘণ্টা অবস্থান করে।