People's Reporter: সোমবার লিলং চিংজাও বাজারে একদল দুষ্কৃতী গাড়ি করে এসে মানুষদের উপর এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। প্রায় ২০ জন আহত হয়েছেন। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
গত ৩ মে থেকে মণিপুরে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯৮ জন। আহত হয়েছেন ৩১০ জন মানুষ। বর্তমানে রাজ্যের ২৭২ টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন মোট ৩৭,৪৫০ জন।
মণিপুর হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করে আগুন জ্বলছে রাজ্যে। সেনা নামিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রিত হয়নি। এরই মধ্যে দেখা মাত্র গুলি চালানার নির্দেশ দিয়েছে সরকার। রাজ্যজুড়ে জারি হয়েছে ১৪৪ ধারা।