চিত্রা রামকৃষ্ণকে গ্রেপ্তার করলো CBI। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ এক্সিকিউটিভ অফিসার চিত্রা রামকৃষ্ণকে রবিরার রাতে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) গ্রেপ্তার করেছে।
চিত্রা রামকৃষ্ণ সুব্রহ্মনিয়ানকে এনএসই-তে নিয়ে এসেছিলেন এবং তাঁর কাছে ইমেল আইডি অ্যাক্সেস ছিল বলে জানা গেছে। যে ইমেলগুলি যোগীকে পাঠানো হয়েছিল এবং যার সাথে সমস্ত ক্ল্যাসিফায়েড তথ্য শেয়ার করা হয়েছিল।
সেবিকে চিত্রা জানিয়েছেন, তিনি ওই সাধুর সঙ্গে এনএসইর আর্থিক ও ব্যবসার গোপন তথ্য নিয়েও আলোচনা করতেন। এমনকী কর্মীদের কাজের মূল্যায়নও করতেন সাধুর কথা মেনেই।
সম্প্রতি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, টাকার দাম পড়ছে না, ডলার ক্রমাগত শক্তিশালী হচ্ছে। পাশাপাশি, টাকার পতন রোধে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (RBI) যথাসাধ্য চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি।