পার্থ চট্টোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হচ্ছে ভুবনেশ্বর এইমস থেকে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ভুবনেশ্বর এইমস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ আশুতোষ বিশ্বাস জানিয়েছেন, তাঁর তেমন কোনো গুরুতর সমস্যা নেই।
People's Reporter: শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দিনের পর দিন বিট্রিশ সাম্রাজ্যবাদের পুলিশ খুঁজে পায়নি। এখনও পর্যন্ত বহু রাজ্যেই বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে।“
২০২২ সালের ২৩ জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। ২৭ ঘন্টা জিজ্ঞাসাবাদের তাঁকে গ্রেফতার করা হয়। পাশাপাশি গ্রেফতার করা হয় তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখার্জিকেও।
আপাতত অর্পিতা মুখার্জির চারটি গাড়ির সন্ধানে জোর তল্লাশি চালাচ্ছে ইডি। সূত্র অনুসারে এই চারটি গাড়ির একটি অডি-এ৪, একটি হোন্ডা সিটি, একটি হোন্ডা সিআরভি এবং একটি মার্সিডিজ বেঞ্জ।