People's Reporter: বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ চিনি রপ্তানিকারক হিসেবে ভারত রপ্তানিতে হঠাৎ রাশ টানায় এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে চিনির দামে।
পেনকিলার (ব্যথানাশক), অ্যান্টিবায়োটিক, সংক্রমণ রোধ-সহ একাধিক জীবনদায়ী ওষুধের দাম এক লাফে ১২ শতাংশেরও বেশি বাড়ছে। ওষুধের দামের নিরিখে এটি সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
হরদীপ সিং পুরী জানান, ভর্তুকি সকলের না থাকাই উচিত। একটা নির্দিষ্ট সময়ের পরে আর ভর্তুকি থাকা উচিত না। ভারতে জ্বালানির দাম যথেষ্ট স্থিতিশীল। গ্যাসের দামকে বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না।
দিল্লিতে এখন নতুন নামে রান্নার গ্যাসের সিলিন্ডার পাওয়া যাবে ১০৫৩ টাকা দরে। কলকাতায় নতুন নামে গ্যাস সিলিন্ডারের দাম হবে ১০৭৯ টাকা। এই যাবৎকালে গত তিন মাসে ২ বার রান্নার গ্যাসের দাম বাড়ালো কেন্দ্র।
ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ৩ টাকা বেড়ে নতুন দাম হল ১হাজার ২৯ টাকা। এর আগেই ভোজ্যতেল থেকে শুরু করে সবজি বাজারেও এর কোপ পরেছে। এবার তার প্রভাব পড়ল ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারে।