আপ নেতার চিঠি অনুসারে, "বিজেপির জাতীয় মুখপাত্রের পদে অধিষ্ঠিত থাকার ফলে, শ্রী সম্বিত পাত্র সিসিএস (আচরণ বিধি) ১৯৬৪-এর নিয়ম ৫ এর অধীনে আইটিডিসি চেয়ারম্যানের পদে অধিষ্ঠিত হবার যোগ্যতা হারিয়েছেন।
People's Reporter: রাহুল লেখেন, “বোঝা যাচ্ছে পাপের লঙ্কার পতন ঘনিয়ে এসেছে। কোটি মানুষের বিশ্বাসে আঘাত করার অধিকার বিজেপির গুটিকয়েক লোককে কে দিয়েছে? এই অহংকারই তাদের সর্বনাশ ঘটাচ্ছে।“
সম্বিত পাত্র লেখেন, “আজ, আমি পুরী জেলার সামং পঞ্চায়েতের রেবতী রমন গ্রামের একটি তীর্থযাত্রায় অংশ নিয়েছিলাম। সেখানে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে গিয়ে মায়ের পূজা করেছি এবং তার আশীর্বাদ নিয়েছি।“