People's Reporter: ২০২০ সালে হাথরসে গণধর্ষণ এবং হত্যার ঘটনা কভার করতে যাওয়ার পথে সন্ত্রাসবাদী কার্যকলাপ করার প্রচেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সিদ্দিকী কাপ্পানকে। ২৮ মাস পর মুক্তি পান তিনি।
People's Reporter: পুলিশের তরফ থেকে প্রথমে বলা হয় ১৪৪ ধারা ভঙ্গ করছেন নওশাদ। কিন্তু সন্দেশখালি থেকে ৬২ কিমি দূরে কিভাবে ১৪৪ ধারা লঙ্ঘন করা হয় এই নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক।
কাপ্পান বলেন - 'আমি কঠোর আইনের বিরুদ্ধে লড়াই জারি রাখব। আমি জামিন পাওয়া সত্বেও আমাকে তারা জেলবন্দি করে রেখেছিল। ২৮ মাসের দীর্ঘ লড়াই শেষ হল। আমি নিজেও জানিনা আমাকে জেলে রেখে কাদের কী লাভ হয়েছে।'