People's Reporter: শুক্রবার প্রয়াত নেতার দেহ দিল্লির এইমস থেকে নিয়ে যাওয়া হয় জেএনইউ-তে। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীকে শ্রদ্ধা জানান ছাত্র, শিক্ষক ও অন্যান্যরা। তাঁর দেহ নিয়ে যাওয়া হবে তাঁর বাড়িতে।
People's Reporter: হায়দরাবাদের অল সেন্ট হাইস্কুলে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। সিবিএসই উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন।
People's Reporter: গত প্রায় একমাস ধরে ফুসফুসের সংক্রমণ নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন ইয়েচুরি। চিকিৎসাবিজ্ঞানে গবেষণার জন্য দিল্লির এইমস হাসপাতালকেই তাঁর দেহ দান করা হয়েছে।
People's Reporter: ফুসফুসে সংক্রমণের কারণে ৭২ বছর বয়সী সীতারাম ইয়েচুরিকে গত ১৯ আগস্ট এইমস-এ ভর্তি করা হয়। পরে তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়।
People's Reporter: ৭২ বছর বয়সী সীতারাম ইয়েচুরিকে গত ১৯ আগস্ট এইমস-এ ভর্তি করা হয়। পরে তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। এখনও তিনি সেখানেই চিকিৎসাধীন।