তিনি বলেন, - 'আমি অবাক, এত বড় দুর্নীতির কথা কেউ জানতেন না বলে দাবি করছেন! পুলিশ, গোয়েন্দা কিংবা ছোট-বড় রাজনৈতিক নেতারা দুর্নীতির কথা জানতেন না, এটা হতে পারে না।'
উপস্থিত ইন্টারভিউয়ারদের তিনি বলেন, 'ভয়ের কোনও কারণ নেই। ইন্টারভিউ এবং অ্যাপ্টিটিউড টেস্ট নিয়ে কিছু প্রশ্ন করা হবে। যে যা জানেন, সত্য বলবেন। তারপর বেরিয়ে যাবেন।'
বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সিবিআই যে দাবি করেছে তার থেকেও বেশি খবর আমার কাছে আছে। উনি লন্ডনে যেতেন এবং তাঁর বাড়ির পাশে কার বাড়ি সেটাও আমি জানি। তিনিও একজন রাজনৈতিক নেতা।
বর্তমানে জেলবন্দি রয়েছেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। সেই অবস্থাতেই বিপুল পরিমাণ অর্থ জরিমানা। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ভুল উত্তরপত্র দেওয়ার কারণেই এই জরিমানা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস মণ্ডল বলেন, ওই যুব তৃণমূল নেতার কথা আগেই সিবিআইকে তিনি জানিয়েছিলেন। তৃণমূল নেতা যে সাড়ে ১৯ কোটি টাকা তুলেছিলেন, তার তথ্যপ্রমাণ তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন।