জানা যাচ্ছে, গত বছর ভারতে প্রায় ২০০-র বেশি কর্মী (৯০%) ছাঁটাই করেছে ট্যুইটার। সেই রেশ না কাটতেই এবার অফিস বন্ধের খবর সামনে এলো। ফলে, আগামীতে আরও কর্মী ছাঁটাইয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
টুইটারে ব্যবহারকারীদের তথ্য চুরির ঘটনাটি ইলন মাস্ক কোম্পানির দায়িত্ব নেওয়ার আগেই ঘটেছে। যদিও এত বড় তথ্য চুরির ঘটনায় মুখে কুলুপ এঁটেছে টুইটার কর্তৃপক্ষ।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, কর্মীদের সাথে হওয়া বৈঠকে মাস্ক দাবি করেছেন, টুইটার এখন ইঞ্জিনিয়ারিং এবং মার্কেটিং বিভাগে নিয়োগ করছে। তিনি কর্মীদের সম্ভাব্য প্রার্থীদের সুপারিশ করতেও বলেছেন।