People's Reporter: আর কিছুক্ষণ পরেই ইউরো কাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে স্পেন। সেই ইংল্যান্ডের মাটি থেকেই নোভাক জকোভিচের বিরুদ্ধে কার্যত একতরফা লড়াই করে জয়ের মুকুট ছিনিয়ে নিলেন আলকারাজ।
People's Reporter: প্রতিপক্ষকে ৬-৩, ৬-৪, ৬-২ ব্যবধানে পরাজিত করেন জকোভিচ। যদিও উপস্থিত দর্শকরা তাঁকে বিদ্রূপ করেছেন বলে অভিযোগ জকোভিচের। সাম্প্রতিক সময়ে উইম্বলডনের মত মঞ্চে এই ধরণের ঘটনা নজিরবিহীন।
গত বছরের মত এবারেও খেতাবের কাছাকাছি এসেও খেতাব ছুঁতে পারলেন না বিশ্ব র্যাঙ্কিং-এ ৬ নম্বর স্থানে থাকা টিউনিসিয়ার জাবেউর। খেলার শেষে তিনি কান্নায় ভেঙে পড়েন।
ব্রিটেনের ডেইলি টেলিগ্রাফ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, "অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (AELTC) রাশিয়ান এবং বেলারুশিয়ানদের উপর নিষেধাজ্ঞা লঘু করবে।"
১ ঘন্টা ৪৮ মিনিটের লড়াইয়ে প্রথম আরব মহিলা হিসাবে ফাইনালে পৌঁছে নজির গড়া জাবেউরকে হারিয়ে কাজাখাস্তানের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রিবাকিনা।