People's Reporter: রাহুল গান্ধী বলেন, বিজেপির টাকার শক্তি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রয়েছে। কিন্তু কংগ্রেস তা ভয় পায় না। আমরা আমাদের লড়াই জারি রাখবো।
People's Reporter: খাড়গেড় আর্জি, ‘‘আপনার কাছে অনুরোধ, রাহুল গান্ধীর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করুন। এটা আপনাকে ব্যক্তিগত ভাবে লেখাই ভাল হবে বলে মনে হল আমার।’’
People's Reporter: কোচবিহারের বক্সীরহাটে তাঁকে স্বাগত জানান প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। আনুষ্ঠানিকভাবে বঙ্গ নেতৃত্বের হাতে পতাকা হস্তান্তর করা হয়।
People's Reporter: সেলিম বলেন, আমরা রাহুল গান্ধীর যাত্রাকে পূর্ণ সমর্থন করি। পশ্চিমবঙ্গে বিজেপিকে তাদের সংগঠন বাড়াতে সাহায্য করেছে এমন কোনও রাজনৈতিক শক্তির সাথে আমরা যাত্রায় অংশ নেব না।
People's Reporter: কংগ্রেসের ডাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ১০ বছরের শাসনকে "অন্যায় কাল" (অন্যায়ের সময়) হিসাবে অভিহিত করে মণিপুর থেকে এদিনের যাত্রা শুরু হয়।
People's Reporter: মণিপুর থেকে মুম্বই পর্যন্ত পূর্ব থেকে পশ্চিমে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' করবে কংগ্রেস। ১৪ জানুয়ারি থেকে সেই যাত্রার সূচনা করবেন রাহুল গান্ধী।