বর্তমানে শহরের বিষ্ণু গার্ডেন এলাকার খেয়ালা রোডে উচ্ছেদ চলছে। জেসিবি বুলডোজার দিয়ে রাস্তার পাশে ফুটপাথ বা ফুটপাথ ঘেরা দোকানের বর্ধিত এলাকা ভেঙ্গে ফেলতে দেখা গেছে।
এদিন MCD বুলডোজার করোলবাগে এবং সময়পুর বদলি মেট্রো স্টেশন এবং সেক্টর ১৮ রোহিণী মেট্রো স্টেশনের মধ্যে থাকা দখলগুলি (অস্থায়ী এবং স্থায়ী উভয়) ভেঙে ফেলার প্রস্তুতি নিয়েছে৷
বুধবার দিল্লির তিলক নগর, দ্বারকা, লোধি রোড, নাজফগড়, আয়া নগর সহ একাধিক জায়গায় উচ্ছেদ অভিযান চালছে। এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনেছে বামেরা।
বাবরি মসজিদ ধ্বংস নিয়ে দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েন, অস্থিরতার পর ২০২০ সালে ঘোর করোনাকালে অযোধ্যায় রামজন্মভূমির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।