People's Reporter: মামলাকারীর আইনজীবী প্রশান্ত ভূষণের অভিযোগ, আপাত দৃষ্টিতে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি মনে হলেও টাকার অঙ্ক কয়েক লক্ষ কোটিও হতে পারে।
People's Reporter: আইন অনুসারে গঠিত হবার তিন বছরের মধ্যে কোনও সংস্থা ইলেক্টোরাল বন্ড বা অন্য কোনও মাধ্যম ব্যবহার করে কোনও রাজনৈতিক দলকে অনুদান দিতে পারে না।
People's Reporter: অর্থনীতিবিদ পরকালা প্রভাকর বলেন, "নির্বাচনী বন্ড কেবল ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি। সেটা সবাই এখন বুঝতে পারছে।“
People's Reporter: এখনও পর্যন্ত যে তথ্য কমিশনের ওয়েবসাইটে আপলোড হয়েছে সেই তথ্য অনুসারে, সবথেকে বেশি ১৩৬৮ কোটি টাকার বন্ড কিনেছে মার্টিন সান্তিয়াগোর সংস্থা 'ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস'।
People's Reporter: এসবিআইকে নির্বাচনী বন্ডের নম্বর প্রকাশ্যে আনার কথাও মনে করিয়ে দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন, “আমরা নির্বাচনী বন্ড নিয়ে আপনাদের কাছে থাকা সমস্ত তথ্য চাই।”