People's Reporter: ভীনেশ বলেন, আমাদের অধিকারের জন্য লড়তেই হবে। কারণ অন্য কেউ আমাদের জন্য আসবে না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনাদের দাবি যেন পূরণ হয়।
People's Reporter: AIKS নেতা হান্নান মোল্লা বলেন, এসকেএম তাদের দাবি সনদের সমর্থনে ভারত ছাড়ো আন্দোলনের দিন দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে "কর্পোরেটস ভারত ছাড়ো দিবস" হিসাবে পালন করবে।
People's Reporter: সংযুক্ত কিষাণ মোর্চার নেতা সরবন সিংহ পান্ধের বলেন, ‘‘২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি স্থগিত থাকবে। তবে আমরা সীমানা ছাড়ব না। সেখানে বসেই অপেক্ষা করব।’’
People's Reporter: পুলিশ জানিয়েছে, এই আন্দোলনে বেশ কয়েকজন কৃষক রয়েছেন যাঁরা অতিসক্রিয় ভূমিকা পালন করছেন। মূলত আইনশৃঙ্খলা ভাঙার চেষ্টা করেছেন। যার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।
People's Reporter: ওই কৃষকের ছোটো বোনকে সরকারি চাকরী দেওয়ার কথাও জানান তিনি। এবং শুভ করণ সিংয়ের মৃত্যুতে যারা দায়ী তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।