People's Reporter: মন্ত্রীর বক্তব্য, গত বছর তিনি এই এলাকার স্যাটেলাইট ইমেজে প্রচুর গাছ দেখেছিলেন, কিন্তু এখন এলাকা প্রায় ফাঁকা। জানা গেছে, সিনেমার শুটিং-এর জন্য গাছ কাটা হয়েছে।
People's Reporter: জমি কেলেঙ্কারিতে নাম জড়ায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার। স্নেহময়ী কৃষ্ণ নামের এক সমাজকর্মী মুখ্যমন্ত্রীর স্ত্রী পার্বতী এবং শ্যালক মল্লিকার্জুনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
People's Reporter: ঘটনার আগে বিজেপি সাংসদ কে সুধাকর, স্থানীয় পুলিশকে ওই অনুষ্ঠানের কথা জানিয়ে পুলিশ মোতায়েন করার কথা বলেছিলেন। ওই চিঠিতেই জানানো হয়েছিল, অনুষ্ঠানস্থলে মদ এবং খাবার সরবরাহ করা হবে।
People's Reporter: দেবরাজের অভিযোগ ছিল, গত পাঁচ বছরে প্রজ্বল বহু মহিলাকে ধর্ষণ ও যৌন নির্যাতন করে সেই ভিডিও তুলে রাখতেন। যাতে পরে ব্ল্যাকমেল করা যায়। আর এই কাজে তাঁকে মদত দিত তাঁর বাবা এইচডি রেভান্না।
People's Reporter: প্রথম দফার নির্বাচনের আগেই হাসন জেলার বিভিন্ন প্রান্তে একাধিক আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিও ক্লিপগুলিতে দেখা যাচ্ছে মহিলাদের ওপর যৌন নির্যাতন করা হচ্ছে।