People's Reporter: রামদেবকে ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকতে বলল আদালত। কেন্দ্র সরকারকেও কটাক্ষ করেছে সুপ্রিম কোর্ট। সরকার কেন এই বিষয়ে চোখ বন্ধ করে আছে তা নিয়ে প্রশ্ন করেছে আদালত।
People's Reporter: শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, "এটি খুবই দুর্ভাগ্যজনক। সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।" অবিলম্বে বৈদ্যুতিন মাধ্যম ও সংবাদপত্রে বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত।
People's Reporter: একাধিক জটিল রোগের অব্যর্থ নিরাময়কারী হিসেবে পতঞ্জলির পণ্যগুলির বিজ্ঞাপন দেওয়া হয়। এই বিজ্ঞাপনের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল আইএমএ।
এরপরই যোগগুরু বলেন, "আপনাদের সবাইকে শাড়িতে সুন্দর লাগছে। অম্রুতাজির মতো সালোয়ার স্যুট পরলেও মেয়েদের ভালো লাগে। আর আমার মতো যদি কিছু নাও পরে থাকেন, তাহলেও আপনাদের ভালো লাগে।"
প্রধান বিচারপতি এন ভি রামনা প্রশ্ন করেন, বাবা রামদেব কেন অ্যালোপাথি ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ করছেন? তিনি যোগব্যায়ামকে জনপ্রিয় করছেন ভালো। কিন্তু তিনি অন্যান্য ব্যবস্থাকে সমালোচনা করতে পারেন না।