People's Reporter: কেন্দ্রের NDA সরকারকে কড়া আক্রমণ করে রাউথ বলেন, সেইসময় জরুরি অবস্থাকে প্রকাশ্যেই সমর্থন জানিয়েছিল বিজেপির মতাদর্শ প্রদানকারী সংগঠন আরএসএস এবং শিবসেনা প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরে।
People's Reporter: রাউথ বলেন, ধীরাজ সাহু কান্ডে বিজেপির ওপর থেকে নীচ – সবাই চেঁচাচ্ছেন। কিন্তু এঁরা কেউ এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীর নেতা প্রফুল প্যাটেলের ৪০০ কোটি টাকা নিয়ে কিছু বলছেন না।
শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সম্পত্তি বাজেয়াপ্ত করলো কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। পত্রাচল জমি কেলেঙ্কারি মামলায় যুক্ত থাকার অভিযোগে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।