People's Reporter : জেভিপি-র নেতৃত্বাধীন বামপন্থী জোট ‘ন্যাশনাল পিপল্স পাওয়ার’ (এনপিপি) ২২৫ টি আসনের মধ্যে ১৫৯টি আসন পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ছিল ১১৩ টি আসন।
People's Reporter: শপথ নেবার পরেই জনতা বিমুক্তি পেরামুনা দলের নেতা আনুরা দিশানায়েকে জানান, আমরা বিশ্বাস করিনা যে এই গভীর সমস্যা কোনও একটি রাজনৈতিক দল, কোনও একজন ব্যক্তির পক্ষে মেটানো সম্ভব।
দীনেশ জন্মগ্রহণ করেন মূলত বামপন্থী পরিবারেই। দীনেশের সম্পূর্ণ নাম দীনেশ চন্দ্র রুপাসিঙ্ঘে গুনাবর্ধনে। তাঁর পিতা ফিলিপ গুনাবর্ধনে স্বাধীনতার আগে ব্রিটিশ শাসিত শ্রীলঙ্কার অন্যতম বামপন্থী নেতা ছিলেন।