প্রশাসনের আধিকারিকেরা জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটাই সব থেকে বড়ো মিসাইল হানা। রাজধানী কিয়েভের সাথে সমস্ত রকম আন্তর্জাতিক সম্পর্ক ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে রাশিয়া।
পুতিন জানান, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ ইউরোপের একাধিক দেশ রাশিয়ার সম্পর্কে ঘৃণা ছড়াতে চাইছে। সেই জন্যই আন্তর্জাতিক মহলে এই গুজব ছড়িয়ে পড়ছে যে, ইউক্রেনের পরমাণু হামলা চালাতে চলেছে রাশিয়া।
ভারত সহ মোট ৩৫টি দেশ ওই প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোটদান প্রক্রিয়ায় অংশ নেয়নি। ৫টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে আর ১৪৩ টি দেশ ভোট দিয়েছে প্রস্তাবের পক্ষে।