কেরালার কোঝিকোড়ের একটি পুলিশ থানা উদযাপন করছে নিজেদের ৫০ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী। থানাটির উদ্বোধন করেছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আর ১৯৭৩ সালে পথ চলা শুরু করা এই থানাটি হল গোটা এশিয়ার প্রথম সম্পূর্ণ মহিলা থানা।
গত সোমবার থেকে শুরু হয়েছে ৫০ বছরের পূর্তি অনুষ্ঠান। এই উৎসবের সূচনা ঘটেছে শহরের মেয়র বীনা ফিলিপের হাত ধরে। উৎসবের প্রথম দিন থানার ৫০ জন পুলিশকর্মী শহরের কোট্টাপারম্বা মহিলা এবং শিশু হাসপাতালে রক্তদান করেছেন।
১৯৭৩ সালের ২৩ অক্টোবর কোঝিকোড় শহরের পুলিশ কমিশনারের দফতরের কাছেই পরীক্ষামূলকভাবে এই থানাটি তৈরি করা হয়েছিল। প্রাথমিকভাবে থানায় মোতায়েন হয়েছিল মাত্র ৩ জন হেড কনস্টেবল এবং ১২ জন কনস্টেবল। উদ্বোধনের অনুষ্ঠানে দেশের তৎকালীন প্রধানমত্রী ইন্দিরা গান্ধী ছাড়াও উপস্থিত ছিলেন তৎকালীন কেরালার রাজ্যপাল এনএন ওয়াঞ্চু, মুখ্যমন্ত্রী সি অচুথা মেনন এবং স্বরাষ্ট্রমন্ত্রী কে করুণাকরণ। উদ্বোধনের দিন রেজিস্টারে প্রথমবার সই করার জন্য থানার প্রথম সাব-ইন্সপেক্টর এম পদ্মিনীয়াম্মাকে একটি পেনও উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী গান্ধী।
সেই পদ্মিনীয়াম্মা ৫০ বছর আগের স্মৃতি হাতড়ে জানিয়েছেন, "থানাটি প্রাথমিকভাবে কমিশনারের দফতরের সামনেই তৈরি করা হয়েছিল। সেই সময় একদম শুরুতে থানাটির কোনও অভিযোগ দায়ের করার ক্ষমতা ছিল না। পুলিশকর্মীরা শুধু অভিযোগ সংগ্রহ করতেন। এবং প্রাপ্ত অভিযোগ খতিয়ে দেখার ক্ষমতা দেওয়া হয়েছিল তাঁদের। ১৯৭৪ সালে অভিযোগ দায়ের করার ক্ষমতা দেওয়া হয়।"
১৯৯৫ সালে এসপি পদ থেকে অবসর নেওয়া পদ্মিনীয়াম্মা আরও জানিয়েছেন, প্রথমদিকে থানায় সেই অভিযোগই দায়ের করা হত যেখানে বাদী-বিবাদী দুই পক্ষই মহিলা। তবে পরবর্তীকালে সেই নিয়ম পাল্টে দেওয়া হয়েছে যাতে মহিলারা যেকোনো মানুষের নামে অভিযোগ দায়ের করতে পারেন। পদ্মিনীয়াম্মার মতে, এই থানাটি কেরালার মহিলাদের জন্য আইন-শৃঙ্খলার পথ মসৃণ করে দিয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন