বিশ্বের ১০০টি সবথেকে দূষিত শহরের মধ্যে ৬৩টিই ভারতে, অধিকাংশই উত্তরপ্রদেশ ও হরিয়ানায়

রিপোর্ট অনুযায়ী বিশ্বের দূষিত রাজধানীর তালিকার শীর্ষে দিল্লি। আগের বছরের তুলনায় এবার রাজধানীতে দূষণের মাত্রা বেড়েছে প্রায় ১৫ শতাংশ।
বিশ্বের ১০০টি সবথেকে দূষিত শহরের মধ্যে ৬৩টিই ভারতে
বিশ্বের ১০০টি সবথেকে দূষিত শহরের মধ্যে ৬৩টিই ভারতেছবি - প্রতীকী
Published on

বিশ্বের সবথেকে দূষিত শহরগুলি ভারতে? আজ্ঞে হ‍্যাঁ। আইকিউ এয়ার নামক সুইডেনের একটি সংস্থা বিশ্ব বায়ু মান সংক্রান্ত যে রিপোর্ট দিয়েছে, তাতে দেখা যাচ্ছে সবথেকে দূষিত ১০০টি জায়গার মধ্যে ৬৩টি ভারতীয় শহরের নাম রয়েছে।

রিপোর্ট অনুযায়ী, এই শহরগুলোতে বায়ু দূষণের গড় মাত্রা প্রতি ঘনমিটারে ৫৮.১ মাইক্রোগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র বায়ু মানের নির্দেশিকা অনুযায়ী স্বাভাবিকের তুলনায় দূষণের মাত্রা ১০ গুণ বেশি এই শহরগুলোতে। অবশ্য হু নির্ধারিত মাপকাঠির নীচে ভারতের কোনও শহরই নেই বললে চলে।

রিপোর্ট অনুযায়ী বিশ্বের দূষিত রাজধানীর তালিকার শীর্ষে দিল্লি। আগের বছরের তুলনায় এবার রাজধানীতে দূষণের মাত্রা বেড়েছে প্রায় ১৫ শতাংশ। হু'র নির্ধারিত মাপকাঠির তুলনায় দিল্লিতে দূষণের পরিমাণ প্রায় ২০ গুণ বেশি। হু-র বায়ুমানের যে মাপকাঠি, তা অনুযায়ী প্রতি ঘনমিটার বাতাসে ৫ মাইক্রোগ্রাম দূষকের মাত্রা থাকা উচিত। কিন্তু দিল্লিতে দূষকের মাত্রার পরিমাণ ৯৬.৪ মাইক্রোগ্রাম।

তবে বিশ্বের দূষিত রাজধানীর তালিকায় সবার ওপরে দিল্লি থাকলেও সবথেকে দূষিত শহরের তালিকায় দিল্লির স্থান চার নম্বরে। বিশ্বের সবথেকে দূষিত জায়গার তালিকায় শীর্ষে রয়েছে ভারতেরই একটি শহর, রাজস্থানের ভিওয়াড়ি। এর পরই রয়েছে উত্তরপ্রদেশের গা়জিয়াবাদ।

বিশ্বের সব থেকে দূষিত প্রথম ১৫টি শহরের মধ্যে ১০টিই ভারতের। প্রায় সবগুলিই উত্তর ভারতের। তালিকায় দিল্লি, ভিওয়াড়ি, গাজিয়াবাদ ছাড়াও আছে জৌনপুর, নয়ডা, বাগপত, রোহতক, হিসার শহরের নামও। ৬৩টি সবথেকে দূষিত ভারতের শহরের অধিকাংশই উত্তরপ্রদেশ ও হরিয়ানায়।

প্রসঙ্গত, দিল্লিতে দূষণ কমাতে নানারকম ব্যবস্থা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকার। ফসল ওঠার পরে নাড়া পোড়ানো বন্ধ করতে নানা নিয়ম জারি রয়েছে। যানবাহন থেকে নির্গত দূষণ কমাতেও নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবুও কমেনি দূষণ।

বিশ্বের ১০০টি সবথেকে দূষিত শহরের মধ্যে ৬৩টিই ভারতে
Air Pollution: দিল্লির বায়ুদূষণের জন্য দায়ী পাকিস্তান - শীর্ষ আদালতে দাবি উত্তরপ্রদেশ সরকারের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in